Ads

 পেওনার টু বিকাশ


সম্প্রতি আপনারা বিভিন্ন গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে জানতে পেরেছেন যে বাংলাদেশ সরকারের সহযোগিতায় এখন থেকে পেওনিয়ার থেকে সরাসরি বিকাশে টাকা ট্রান্সফার করা যাবে যেমনটা আমরা লোকাল বিভিন্ন ব্যাংকের মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থেকে করে থাকি ঠিক ওই কাজটি এখন পেওনিয়ার থেকেও করা যাবে বিকাশে। (Payoneer to bkash)


সরকারের  সহযোগিতায় ফ্রিল্যান্সারদের | Payoneer to bkash





কিভাবে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফ্রিল্যান্সিংয়ের টাকাগুলো বিকাশে এনে পকেটে নিবেন আসুন আমরা step-by-step বিষয়গুলো দেখে নেই।

প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এরপর আরো যে অপশনটা রয়েছে ওখানে ক্লিক করতে হবে ঠিক নিচে দেখানো ছবিতে দেখানো রয়েছে ওখানে ক্লিক করতে হবে।


যখনই আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনে ঢুকে আরো অপশনে ক্লিক করবেন এরপর ঠিক নিচে দেখানো স্ক্রীনশট অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ রেমিটেন্স অপশনে ক্লিক করবেন।

এখন আপনারা পেওনিয়ার নামে একটি অপশন পাবেন যদিও ভবিষ্যতে হয়তো বা এখানে আরো অন্য কোন পেমেন্ট মেথদ থাকতে পারে বাট আপাতত পেওনার অপশনটি রয়েছে এখন আপনাদের কাজ হচ্ছে পেওনিয়ার অপশনে ক্লিক করা।


যখনই পেওনিয়ার অপশনে ক্লিক করবেন এরপর নিচে দেখানো স্ক্রীনশট এর মত দুইটা অপশন চলে আসবে অর্থাৎ একটা অপশন হল আপনার যদি কোন পেওনার একাউন্ট থাকে সেটাকে লিঙ্ক করার আরেকটি অপশন হল আপনার যদি পেওনিয়ার একাউন্ট না থাকে তাহলে একাউন্ট খোলার।



প্রথমে দেখে নিন যদি আপনাদের পেওনিয়ার একাউন্ট খোলা থাকে সেটাকে কিভাবে বিকাশের সাথে অ্যাড করবেন সেটির স্ক্রীনশট নিচে দেওয়া হল।


উপরের ছবিতে যে স্ক্রিনশটটা লক্ষ্য করেছেন ঠিক এরকম চলে আসবে এখন আপনাদের যে পেওনিয়ার একাউন্ট টা রয়েছে সেটির ইমেইল অথবা ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন অপশন এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি বিকাশের সাথে এড করা হয়ে যাবে এরপর আপনারা নিশ্চিন্তে অ্যাড মানি বিকাশ অ্যাপের মাধ্যমে করতে পারবেন পেওনিয়ার থেকে সরাসরি এবং যাদের অ্যাকাউন্ট নেই তারা নিচের ছবিটি লক্ষ্য করুন।

আপনাদের যদি একউন্ট খোলা না থাকে তাহলে
 অ্যাকাউন্ট তৈরি করুন অপশনে যখন ক্লিক করবেন উপরের দিকে যে ছবিটা দেখতে পারতাছেন ঠিক এরকম অপশন চলে আসবে তারপরে আপনাদের আইডি কার্ড এবং ব্যাংকের ইনফরমেশন দিয়ে একটি পেওনিয়ার একাউন্ট খুলে নিতে হবে এটি অবশ্য খোলা খুবই সহজ স্টেপ বাই স্টেপ খুলে নিতে পারেন।


সবার অবগতির জন্য জানানো যাচ্ছে গত 10 ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটায় বাংলাদেশ সরকারের আইটি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক অনুষ্ঠানে সংযুক্ত থেকে এবং সাথে পেওনিয়ার অফিসের লোকজন ও বিকাশের অফিসের লোকজন অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থাৎ এটি বাংলাদেশ সরকার অনুমোদিত একটি সার্ভিস আপনারা বা আমরা চাইলে এখন থেকে যে কেউ পেওনিয়ার থেকে বিকাশে টাকা টান্সফার করতে পারব এখানে কোন থার্ড পার্টির হাত নেই কিংবা কোনো সমস্যা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে অনেকটা যেহেতু এ কার্যক্রম লিগ্যাল ভাবে পরিচালনা করা হবে।



Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads