How to graphic design for beginners
গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম প্রথম পর্বটি যারা মিস করছেন এখানে ক্লিক করে দেখে নিতে পারেন ।
কাদের জন্য গ্রাফিক্স ডিজাইন সাইটটি ভালো পারফর্ম দিবে ?
প্রায় প্রতিটা মানুষের ভেতরেই কিন্তু কোনো না কোনো প্রতিভা লক্ষ্য করা যায় । একেকজনের ধারণা এবং অভিজ্ঞতা একেক রকম হতে পারে । কারো লেখা
ভালো , কেউ পড়াশোনায় ভালো , কেউ আবার ভালো খেলতে পারে মোট কথা হচ্ছে একেক জনের ভিতরে একেক রকম অভিজ্ঞতা দেখতে পাওয়া যায় । তেমনি কারও ভেতর যদি আঁকা-আঁকির প্রতিভা থেকে থাকে তাহলে গ্রাফিক্স ডিজাইনের কাজ গুলো তার কাছে খুবই সহজ বলে মনে হবে । তবে অন্যরা যে পারবে না সেটা নয় তারাও চেষ্টা করলে পারবে কিন্তু এক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে । তবে যাদের আঁকাআঁকির বিষয়ে ভালো জ্ঞান রয়েছে তাদের সময় তুলনামূলকভাবে কম লাগবে এবং ভালো মানের গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারবে । যদি আপনি আর্টিস্ট বিষয়ে ভালো হয়ে থাকেন তাহলে গ্রাফিক্স ডিজাইনে আমার পক্ষ থেকে আপনাকে স্বাগতম । (graphic design learning)
এখন কারও কারও মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো আকা-আকি ভালো পারিনা তাহলে আমি কি গ্রাফিক্স ডিজাইন অংশগ্রহণ করতে পারবো না । তার উত্তরে আমি না বলবো , তার কারণ হলো আপনার ভেতরে কেবলমাত্র গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা থাকলে এবং এ বিষয়ে ভালো অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালো কাজ করতে পারবেন । গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনার ক্রিয়েটিভিটি মানুষের সামনে তুলে ধরতে পারলেই গ্রাফিক্স ডিজাইনের কাজে আপনি সাফল্য লাভ করবেন । গ্রাফিক্স ডিজাইনের কাজ গুলো করার জন্য আপনাকে অবশ্যই স্কিল বা অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে । আপনার ভেতরে যত অভিজ্ঞতা থাকুক না কেন এই কাজগুলো করার জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন হবে । ছোট থেকে শুরু করে বড় , যুবক থেকে বুড়ো সবাই এ কাজগুলো করতে পারবেন তবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য আপনার ভেতরে এবিলিটি থাকতে হবে । (learning graphic design for beginners)
গ্রাফিক্স ডিজাইনারের ক্যারিয়ার কেমন হতে পারে ?
বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা আকাশ ছোঁয়া । ছোট-বড় বিশ্বের প্রায় প্রতিটা দেশের গ্রাফিক্স ডিজাইনার বিপুল পরিমাণে চাহিদা লক্ষ্য করা যায় । আমাদের আশেপাশে পানির বোতলের ডিজাইন করা থেকে শুরু করে মুভির দৃশ্য পর্যন্ত গ্রাফিক্স ডিজাইনের বিস্তার রয়েছে । ডিজাইন হচ্ছে একটি ভাষা যেটাকে কল্পনা শক্তির মাধ্যমে উপস্থাপন করে মানুষের সামনে তুলে ধরতে হয় । যদি আপনি একটি মানসম্মত ডিজাইন তৈরি করে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন ।
তাহলে সাফল্যের পিছনে আপনাকে দৌড়াতে হবে না বরং সাফল্যই আপনার দরজায় এসে কলিং বেল বাজাবে । অনলাইন সেক্টর নিজেকে একজন ভাল মানের ও অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তৈরী করে নিতে পারলে আপনিএখান থেকে লাখ লাখ টাকা উপার্জন করে নিতে পারবেন । (Graphic design career)
অনেকে হয়তো এটাও ভাবতে পারেন যে বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের কাজের চাহিদা রয়েছে কিন্তু ভবিষ্যতে এর চাহিদা তো নাও থাকতে পারে ? এই সময়ে এসেও এ ধারণাটা করা অনেকটাই বোকামীর শামিল । অনলাইন সেক্টরে গ্রাফিক্স কাজের ব্যাপক চাহিদা রয়েছে এবং ভবিষ্যতে এর কাজের পরিমাণ আরো অনেক বেড়ে যাবে বলে আশা করা যায় । এটা মনে রাখা উচিত গ্রাফিক্স ডিজাইনের কাজ করে অনেক মানুষ রয়েছে যারা আর্থিক ভাবে সফলতা লাভ করেছে । প্রফেশনালভাবে যারা গ্রাফিক্স ডিজাইন করে থাকে বা কাজ শিখে নিয়েছে তাদের ক্যারিয়ার নিয়ে বিন্দুমাত্র কোন টেনশন নেই বা করার প্রয়োজন নেই । অনলাইন ভিত্তিক এই কাজটির মাধ্যমে আপনি চাইলেও নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করে নিতে পারবেন । তবে শর্ত একটাই ধৈর্য ধারণ করে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করে উন্নত মানের ডিজাইন যা খুব সহজেই মানুষের নজর কাড়তে সাফল্য অর্জন করবে এবং চাহিদা বুঝে সেই ডিজাইনগুলো মানুষের মাঝে উপস্থাপন করতে
হবে । তাহলে আপনি নিজেকে ক্রিয়েটিভ মানের গ্রাফিক্স ডিজাইনার বলে গড়ে তুলতে পারবেন ।
গ্রাফিক্স ডিজাইন শিখা কেন প্রয়োজন ?
অনলাইন মার্কেটপ্লেসগুলোতে গ্রাফিক্স ডিজাইন ছাড়াও আরও বিভিন্ন রকমের কাজ রয়েছে । এখন কথা হলো এতো ক্যাটাগরির কাজ থাকা সত্ত্বেও আমরা কেন গ্রাফিক্স ডিজাইন বেছে নিব ।
তাহলে শুনে নিন , অনলাইন মার্কেটপ্লেসগুলোতে গ্রাফিক্স ডিজাইনের যে চাহিদা রয়েছে অন্যান্য ক্যাটাগরির জবগুলোতে কিন্তু এ পরিমাণ চাহিদা লক্ষ্য করা যায় না । তার মূল কারণ হচ্ছে প্রফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে অনেক টাকা ইনকাম করা পসিবল । আর ঠিক এই কারণের জন্যই ফ্রিল্যান্সাররা ইনকাম করার জন্য গ্রাফিক্স ডিজাইনকে প্রাধান্য দিয়ে থাকে । ক্রিয়েটিভ ফ্রিল্যান্সাররা ডিজাইনের কাজ গুলো করে মাসে প্রায় লক্ষ লক্ষ টাকা গুনে নিচ্ছে । কারো কাছে এগুলো হয়তো কেবলমাত্র গল্প মনে হতে পারে কিন্তু আসলে বাস্তবে এগুলো দৃশ্যমান । একজন দক্ষ ও অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার হওয়ার পরে কেবলমাত্র লক্ষ লক্ষ নয় এর থেকে বেশি টাকা উপার্জন করার রাস্তা রয়েছে । 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট থেকে শুরু করে মুভি তৈরি করার জন্য প্রায় সবখানেই গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়ে
থাকে । (How to graphic design Make)
বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা কেমন সেটা আমরা নিজের চোখে দেখতে পাই । কিন্তু ভবিষ্যৎ কেমন হবে সেটা আমরা কেউ জানিনা আবার চোখে দেখতে পাই না । তবে নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছুই বলতে পারি । আর সেই অভিজ্ঞতা থেকে এটা বলা যায় যে ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইনের কাজ বাড়বে ছাড়া কখনো কমবে
না । গ্রাফিক্স ডিজাইনারের মূল্য অনলাইন মার্কেটপ্লেসগুলোতে অনেক বেশি । লং লাইফ টাইম কাজ করার জন্য এবং বেশি টাকা উপার্জন করার জন্য গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখা অত্যন্ত প্রয়োজন ।
গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে কি কি প্রয়োজন ?
যে কাজ করে বেশি টাকা ইনকাম করা যায় অবশ্যই সে কাজে পরিশ্রম একটু বেশি দিতে হয় এবং বেশি টাকা ইনকাম করার জন্য অভিজ্ঞতাও বেশি প্রয়োজন । গ্রাফিক্স ডিজাইন কাজটি শিখতে হলে সর্বপ্রথম আপনার ভেতরে কিছু গুণাবলী থাকতে হবে । ডিজাইনের কাজ গুলো করার জন্য আপনার ভেতরে এবিলিটি প্রয়োজন । ক্রিয়েটিভ মানের গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতাসম্পন্ন ও অনেক মেধাবী হতে হবে । গ্রাফিক্স ডিজাইন এর কাজ গুলো শিখার জন্য সবার আগে আপনার অদম্য ইচ্ছার প্রয়োজন । এ বিষয়ে আমরা সবাই জানি যে ইচ্ছা থাকলে উপায় হয় । কাজ শিখার পূর্বে অবশ্যই আমাদের ভেতরে কাজ শিখার ইচ্ছা থাকলে সে সম্পর্কে ধারণা এবং অভিজ্ঞতা অর্জন করতে বেশি সময় লাগে না । ডিজাইন সম্পর্কে কাজ শিখার জন্য বিভিন্ন সফটওয়্যার এবং টুলস এর সাহায্য নিতে পারবেন । প্রথমে হয়তো এগুলোর ব্যবহার অনেক কঠিন মনে হতে পারে কিন্তু পরবর্তীতে শিখে যাওয়ার পর পানির মতো সহজ মনে হবে । (Graphic design for PC
দ্বিতীয়ত যে বিষয়টির উপর নজর রাখতে হবে সেটি হচ্ছে কালার সিলেকশন । একজন অভিজ্ঞ ও দক্ষ ডিজাইনার হতে হলে আপনাকে কালার সিলেকশন এর উপর দৃষ্টি আকর্ষণ করতেই হবে । আপনার দেওয়া ডিজাইন গুলোকে ফুটিয়ে দেওয়ার জন্য কালার সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ । একটু ভেবে নিন আপনি একটি ভালো ডিজাইন করলেন কিন্তু ভালো কালার সিলেকশন না করার ফলে আপনার ডিজাইনটি কিন্তু ভালো দেখাবে না । আপনার তৈরি ডিজাইনটিকে ভালো কালারফুল করার জন্য অবশ্যই কালার সিলেকশনে দক্ষ হতে হবে ।
গ্রাফিক্স ডিজাইন গুলো করার জন্য আপনাকে অনেক সফটওয়্যার এর সাহায্য গ্রহণ করতে হবে । সেজন্য কিন্তু আপনাকে একটি ভালো মানের ডিভাইস অবশ্যই ব্যবহার করতে হবে । কেননা ভালো মানের ডিভাইস না থাকলে সফটওয়্যার গুলোকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন না । তবে সব থেকে ভালো হয় এ কাজগুলো শিকারের জন্য আপনি একটি ল্যাপটপ অথবা কম্পিউটার এর সাহায্য নিলে । তবে এক্ষেত্রে যে অনেক কার দামি কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করতে হবে সেটা নয় মোটামুটি দামের ভিতরে ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করলে হবে ।
গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে কোন সফটওয়্যার গুলোর প্রয়োজন হবে ?
গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে শিখার জন্য বর্তমানে অনলাইনে অনেক সফটওয়্যার রয়েছে । প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আমরা দেখতে পাব ডিজাইন রিলেটিভ অনেক সফটওয়্যার । তবে এগুলোর মধ্যে দেখে খুবই জনপ্রিয় এবং সুপরিচিত একটি সফটওয়্যার হচ্ছে ফটোশপ । এটি মূলত এডোবি কোম্পানির একটি প্রোডাক্ট । এডোবি কোম্পানির প্রোডাক্টগুলো মানেই এক অন্যরকম পারফরম্যান্স এটা হয়তো আমরা প্রায় সকলেই জানি । তবে এখানে একটু সমস্যা হচ্ছে এই সফটওয়্যারটি গ্রাফিক্স ডিজাইনের জন্য হলেও এর মূল কাজ কিন্তু ফটো এডিটিং বা ম্যানুপুলেশন । (Graphic design tools)
এজন্য যারা নতুন তাদেরকে সর্বপ্রথম ভেক্টর বেজ সফটওয়্যারটি দিয়ে কাজের পথযাত্রা শুরু করতে হবে । সফটওয়্যার দুটি একই কোম্পানির প্রোডাক্ট হওয়া সত্বেও কর্ম ক্ষেত্রে এদের ভিন্নতা লক্ষ্য করা যায় । সফটওয়্যারটি আপনার ডিজাইন স্কিলকে বাড়ানোর জন্য অনেকটা ভূমিকা পালন করে থাকবে । আপনার ডিজাইন গুলোকে ইমপ্রুভ করার জন্য আরও হরেক রকমের সফটওয়্যার রয়েছে যেগুলো নিচে উপস্থাপন করা হলো ।
১ / ডিজাইন উইজার্ড
২ / ভিজমি
৩ / গ্রাফিট ডিজাইনার
৪ / জারা ডিজাইনার প্রো এক্স
৫ / জিআইএমপি
উপরে উল্লেখিত সফটওয়্যারগুলো গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে । এগুলো ছাড়াও আরো অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন । তবে আমার মতে আপনি যেহেতু নতুন তাহলে আপনাকে সর্বপ্রথমে এই সফটওয়্যার গুলো দিয়েই পথযাত্রা শুরু করা উচিত বলে মনে হয়েছে । (Graphic design best software)
কোথায় কাজ পাবো ?
এখন কথা হচ্ছে আপনি যখন গ্রাফিক্স ডিজাইন এর কাজ গুলো শিখে যাবেন তখন কোথায় কাজ করতে পারবেন । আপনি যখন ডিজাইন সম্পর্কে অভিজ্ঞ হয়ে যাবেন তখন বিভিন্ন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে ক্লায়েন্ট অথবা বায়ারদের মাধ্যমে কাজ করতে
পারবেন । যে মার্কেটপ্লেসগুলোর সাহায্যে আপনি কাজ পাবেন সেই মার্কেটপ্লেসগুলো হলো -
১ / ফাইবার
২ / আপওয়ার্ক
৩ / ফ্রিল্যান্সার
৪ / পিপল পার আওয়ার
৫ / গুরু
উপরে উল্লেখিত মার্কেটপ্লেসগুলোর চাহিদা বর্তমান বিশ্ব বাজারে অনেক । তবে আপনি যখন প্রথমবারের মতো কাজ করার চিন্তাভাবনা করবেন তখন কিন্তু একসাথে সবগুলো মার্কেটে কাজ করতে যাবেন না । যখন প্রথমবার কাজ করতে যাবেন তখন যেকোন একটি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করবেন কেননা যদি আপনি সব কয়টি মার্কেটপ্লেসে একসাথে কাজ শুরু করেন তাহলে আপনার কাজ পেতে সমস্যা হতে পারে । তবে আপনি যখন ক্রিয়েটিভ মানের ও অভিজ্ঞ মানের গ্রাফিক্স ডিজাইন হয়ে যাবেন তখন হয়তো একাধিক মার্কেটপ্লেসে কাজ শুরু করবেন । একাধিক মার্কেটপ্লেসে কাজ করার যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে সেটি ভিন্ন কথা । তবে মনে রাখবেন আপনি যে দেশের নাগরিক হয়ে থাকেন না কেন এই মার্কেট গুলোতে কাজ করার সুযোগ রয়েছে । (Graphic design marketplace)
গ্রাফিক্স ডিজাইন করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন ?
এবার মূল বিষয়ে আসা যাক , এত কষ্ট করে পরিশ্রম করার আপনি মাসে কত টাকা সেলারি পেতে পারেন এটা জানার আগ্রহ ইতিমধ্যেই অনেকের মাঝে রয়েছে । এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর । কাজটি বিষয়ে অভিজ্ঞ হয়ে যাওয়ার পরে আপনি কত টাকা ইনকাম করতে চান এটা আপনার উপর নির্ভর করবে । মার্কেটপ্লেসগুলোতে বায়াররা গ্রাফিক্স ডিজাইনের কাজের মাধ্যমে আপনাকে একটি অ্যামাউন্ট দিয়ে থাকবে । অ্যামাউন্ট এর পরিমাণ জানলে আপনার চোখ অনেকটাই উল্টে যাবে । সামান্য একটু ডিজাইনের জন্য আপনি 100 থেকে 200 ডলার পেয়ে যাবেন । আর যখন একজন অভিজ্ঞ হয়ে ui ডিজাইনার হয়ে যাবেন তখন ক্লায়েন্ট আপনাকে 200 থেকে 500 ডলারের মধ্যে হায়ার করবে । অভিজ্ঞ হয়ে যাওয়ার পর আপনি চাইলেই কিন্তু সামান্য একটুখানি কাজ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন । গ্রাফিক্স ডিজাইন করে আপনি ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট থাকবে । (How to graphic design income)
ডিজাইনের কাজ গুলো শিখতে আপনার কতদিন লাগবে ?
গ্রাফিক্স ডিজাইনে যারা নতুন তাদের কাছে খুব কমন একটি প্রশ্ন হচ্ছে কাজটি শিখতে আমাদের কতদিন লাগবে । সহজভাবে বলতে গেলে এ কাজটি শিখতে কতদিন লাগবে সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর । কারণ এমন অনেকে আছে একটি কাজ শিখতে তার একমাস সময় লাগে আবার ঠিক সেই কাজটি অন্যজনের শিখতে প্রায় তিন মাস লেগে যায় । আসলে সবার ইচ্ছাশক্তির প্রবণতা একরকম নয় । তো আপনি এই কাজটি কতদিনে আয়ত্ত করতে পারবেন সেটি নির্ভর করবে আপনার ইচ্ছার উপর । আসলে সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে হলে আপনার কতদিন সময় লাগবে এটা বলা মুশকিল । যদি আপনি কাজ শিখার সময় যথেষ্ট মনোযোগ দিয়ে থাকেন তাহলে একটি নির্দিষ্ট সময় পর কাজটি অবশ্যই রপ্ত করতে পারবেন । যদি আপনি কোন কোর্স বিহীন নিজের চেষ্টায় গ্রাফিক্স ডিজাইনে ইম্প্রুভ করতে চান তাহলে মোটামুটি দুই থেকে তিন বছরের মধ্যেই পেরে যাবেন । তবে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অনলাইনে বিভিন্ন কোর্সের মাধ্যমে রয়েছে টাকা দিয়ে সেগুলো ফলো করলে হয়তো এক বছরের মধ্যেই শিখে যাওয়া সম্ভব । তবে অনলাইন কোর্স আপনি যার কাছ থেকে শিখতে চাচ্ছেন তার বিশ্বস্ততা অবশ্যই যাচাই করে নিবেন অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে । এছাড়াও ইউটিউবে ভিডিও দেখে ও গুগলে সার্চ করে এ বিষয়ে আরও জেনেে নিতে পারেেন আপনি চাইলে আমাদের ওয়েবসাইটেে নিয়মিত চোখ রাখতে পারেন ফ্রিল্যান্সিং জগতের যত কাজ রয়েছে step-by-step এই ওয়েবসাইটে দেওয়া হবে ইনশাআল্লাহ । গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোর্স আর যদি আপনার শিখার ইচ্ছা কম থাকে তাহলে গ্রাফিক্স ডিজাইনের বিষয়টি আপনার সাথে সুইটেবল নয় । (Graphic design work)
কিভাবে পেমেন্ট পাবো ?
আপনি কাজ করলেন টাকা ইনকাম করলেন এখন কথা হচ্ছে ঠিক কিভাবে আপনার উপার্জন করা টাকা গুলো আপনার পকেটে আনবেন । এটা জেনে রাখবেন এখান থেকে লোকাল কারেন্সিতে পেমেন্ট নেওয়ার কোনো ব্যবস্থা নেই ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড এর মাধ্যমে পেমেন্ট নিতে হবে বিশ্বের যেকোন দেশ থেকে । যেমন পেপাল , পেওনিয়ার , মাস্টার কার্ড , ভিসা কার্ড , ব্যাংক ট্রান্সফার এবং ইত্যাদি মাধ্যমে । ( Freelancing payment method)
আমি এখানে কাজ করতে চাই
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন