Ads

 কম্পিউটার কিংবা ল্যাপটপ চালাতে গেলে অবশ্যই উইন্ডোজ এর প্রয়োজন পড়ে কারণ উইন্ডোজ ছাড়া এগুলো ব্যবহার করা প্রায় অসম্ভবই বলা চলে । ইউএসএ'র কোম্পানি মাইক্রোসফট বরাবরের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেম জায়গাটি দখল করে আছে প্রতিবছরই তারা নতুন নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে জনগণের কাছে হাজির হয়ে থাকে তারই ধারাবাহিকতায় এখন মাইক্রোসফট ঘোষণা দিয়েছেন উইন্ডোজ টেন এর পর এখন উইন্ডোজ 11 নিয়ে হাজির হওয়ার অতি শীগ্রই ।

নতুন ইউন্ডোজ 11 তে কি থাকছে নতুন চমক কারা কারা ব্যবহার করতে পারবেন মাইক্রো সফটওয়্যার এই নতুন ভার্সনটি । আবার অনেকে বলতেছেন প্রতিদ্বন্দ্বী অ্যাপেলকে টেক্কা দেওয়ার জন্যই নতুন বেশ কিছু আপডেট ভার্সন নিয়ে আসতে যাচ্ছে কোম্পানিটি আজকে আমরা পুরো বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।


Windows 11 এ কি থাকছে নতুন হিসাবে ? কারা এটি ব্যবহার করতে পারবে ?



উইন্ডোজ 11 কবে নাগাদ বাজারে আসবে ?


উইন্ডোজ 11 শোনা যাচ্ছে চলতি বছরের শেষের দিকে বাজারে আসবে বলে জানা গেছে । যারা পূর্বে উইন্ডোজ টেন ব্যবহার করেন তাদের জন্য সুখবর তারা বিনা মূল্যে পাবেন উইন্ডোজ 11 ব্যবহার করার সুযোগ ।


উইন্ডোজ 11 তে কি চমক থাকছে ?


জানা গেছে অন্য অন্য উইন্ডোজ গুলোতে যে চেহারা নিয়ে হাজির হয়েছিল এতদিন উইন্ডোজ 11 তে তার সম্পূর্ণ বিপরীত অর্থ চেহারা পাল্টিয়ে এখন নতুন রূপে আছে উইন্ডোজ 11 । গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উইন্ডোজ 11 তে থাকছে । প্রথমত উইন্ডোজ 11 তে সিকিউরিটি বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে কাজ করা হয়েছে । দ্বিতীয়তঃ যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য সুখবর পুরনো গেমগুলো নতুন রূপে আসতে চলেছে এই নতুন উন্ডোজ এ । আরো বেশ কিছু চমকপ্রদ ফিউচার নিয়ে আসতে চলেছে নতুন এই অপারেটিং সিস্টেমটি ।


উইন্ডোজ 11 কি সবাই ব্যবহার করতে পারবে ?

উইন্ডোজ 11 ব্যবহার করতে হলে কম্পিউটারের মাঝে বা ল্যাপটপের মাঝে যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে তা না হলে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে না । স্পিরিট কমপক্ষে 1 গিগাবাইট হতে হবে । সাথে 64-bit প্রসেসর অথবা 2 কোর থাকতে হবে । 64 জিপি রম 4gb রেম বাধ্যতামূলক থাকা লাগবে । তাহলেই কেবল এই নতুন অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে তা না হলে ব্যবহার করাটা স্বপ্নই থেকে যাবে ।


এই নতুন অপারেটিং সিস্টেমে কি কি সুবিধা পাওয়া যাবে ?


যারা গেম খেলতে পছন্দ করেন তারা এই অপারেটিং সিস্টেমে গেম খেলে খুব আনন্দ পাবেন । মাইক্রোসফট এর অক্ষ থেকে এর নিরাপত্তা অনেক বেশি দাবি করা হয়েছে সেই হিসাবে যারা ব্যাংকের হিসাব ঠিকঠাক করেন কম্পিউটার দিয়ে তাদের জন্য যারা অনলাইনে শপিং করেন কেনাকাটা করেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের জন্য ভালো হবে বলে আশা করা যাচ্ছে । অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যারা রয়েছেন তারা খুব সহজেই উইন্ডোজ 11  কম্পিউটার ও ল্যাপটপে ব্যবহার করলে এন্ড্রয়েডের অ্যাপগুলো চালাতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই উইন্ডোজ 11 কম্পিউটার বা ল্যাপটপে সেটআপ দেওয়া থাকতে হবে । একই জিনিস বারবার দেখতে দেখতে যারা বোরিং ফিল করতেছেন অলরেডি তাদের জন্য খুবই ভালো হবে কারণ উইন্ডোজ 11 ফিউচার টা সম্পূর্ণ ভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন । এছাড়াও রয়েছে একসাথে অনেকগুলো কাজ করার সুযোগ সুবিধা । সবকিছু মিলিয়ে বলা যায় উইন্ডোজ 11 হতে যাচ্ছে এ কালের সেরা উইন্ডোজ সেটআপ ।




Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads