Ads

 অনলাইন থেকে টাকা ইনকাম কথাটা শুনলে আসলে অনেকের মাঝে বেশ ভালো লাগা কাজ করে তার কিছু কারণও রয়েছে । যারা স্মার্টফোন চালান বিশেষ করে তাদের মাঝে এই আগ্রহ টা বেশি লক্ষ করা যায় কারণ অনলাইনে যেহেতু থাকেই হয় সেহেতু যদি অনলাইন থেকে কিছু টাকা উপার্জন করা যায় ক্ষতি কি ।


এমনই অনলাইন দুনিয়ায় নতুন একটি অনলাইন ইনকাম সাইট আলোড়ন সৃষ্টি করেছেন যার নাম হচ্ছে জা লাইফস্টাইল এই ওয়েবসাইটের মাধ্যমে কম্পিউটার মোবাইল ল্যাপটপ দিয়ে কাজ করে ইনকাম যায় ।


যাই হোক আমরা আজকে জানার চেষ্টা করব যা লাইফ স্টাইল থেকে ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে ফ্রিতে কিংবা প্রিমিয়াম ভাষণে কিভাবে ইনকাম করা যায় ।




জা লাইফস্টাইল থেকে টাকা ইনকাম করার নিয়ম


জা লাইফস্টাইল এটা আবার কি ? 


শুরু তেই বলেছি জা লাইফস্টাইল থেকে টাকা ইনকাম করা যায় অর্থাৎ জা লাইফস্টাইল হচ্ছে অনলাইন এডবেডেস কোম্পানি এই ওয়েবসাইটের মাধ্যমে এড দেখে বা বিজ্ঞাপন দেখে টাকা উপার্জন করা যায় । কথাটা শুনে অনেকেই অবাক হয়েছেন আবার অনেকেই স্বাভাবিকভাবে নিয়েছেন কারণ যারা জানেন তাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে আর যারা এই বিষয়গুলো জানেন না তাদের কাছে অবাক মনে হয়েছে । জা লাইফস্টাইল কোম্পানি বলেছেন প্রতিটি গ্রাহক চাইলে এই ওয়েবসাইট থেকে বিজ্ঞাপন দেখে প্রতিবছর এক হাজার ইউরো করে ইনকাম করতে পারবে নিজে নিজে কাজ করে কোনরকম রেফার ছাড়া । 1000 ইউরো বাংলা টাকা তে চলে আসে 100 টাকা রেট অনুযায়ী ধরলেও এক লক্ষ টাকা আসলেই কি এটা পাওয়া সম্ভব ? এমন প্রশ্ন অনেকের মনে বাসা বেধেছে এ প্রশ্নের সমাধান পেতে হলে জা লাইফস্টাইল সম্পন্ন কাজ গুলো লঞ্চ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ।


এটি কোন দেশি কোম্পানি ?


এই কোম্পানিটি মূলত পরিচালিত হয়ে আসছে ইউরোপ কান্ট্রি থেকে তবে যদিও জা লাইফস্টাইল মালিকানাধীন রয়েছে বাংলাদেশ বংশদুত সহ ইন্ডিয়া ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের নাগরিকদের ।


জা লাইফস্টাইল থেকে বিজ্ঞাপন দেখে কিভাবে টাকা ইনকাম করব ?


লক্ষ করলে দেখবেন পিটিসি সাইট গুলোতে যেমন ক্লিক করলে অ্যাড ওপেন হয় সেই অ্যাড দেখলে কোন কোন ওয়েবসাইটে পয়েন্টে যোগ হয় একাউন্টে । যদিও সে পয়েন্টগুলো কনভার্ট করে টাকাতে ভাঙ্গিয়ে নেওয়া যায় । আবার কিছু ওয়েবসাইট সরাসরি ডলার দিয়ে থাকে ঠিক ওরকমই জা লাইফস্টাইল প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অ্যাড সবার একাউন্টে দিয়ে দেবে সেগুলো ভিউ করার মাধ্যমে ইনকাম হয়ে থাকবে যদিও তারা ইউরো হিসাবে ইনকাম দিবে পরে এটাকে টাকা তে কনভার্ট করে নিতে হবে ।


এখানে কি ফ্রিতে কাজ করা যাবে ?


প্রথম দিকে যখন কোম্পানিটি লঞ্চ করে তখন এখানে ফ্রি তে কাজ করার কোন অপশন ছিলনা । তখন বাংলাদেশি টাকায় বারোশো টাকা দিয়ে আইডি অ্যাকটভ করলে কাজ পাওয়া যেতো এরকম কন্ডিশন ছিল কোম্পানিতে । তবে আনন্দের খবর হলো কোম্পানি কিছুদিন আগে বলেছে যে এখন এখানে ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারবে যে কেউ তবে একটিভ মেম্বার দের তুলনায় ফ্রী মেম্বারদের ইনকাম কম হবে ।


আইডি একটিভ করলে কি সুবিধা পাওয়া যায় ? 


বিশেষ করে যে সুবিধাটি পাওয়া যাবে সেটা হলো আইডি একটিভ করলে কোম্পানি থেকে নির্দিষ্ট পরিমান একটা শেয়ার পাওয়া যাবে যেটা থেকে ইনকাম হবে । কোম্পানির শেয়ার কখোনই কোন ফ্রি মেম্বাররা পাবেনা । 


কত লেভেল পর্যন্ত রেফার কমিশন পাওয়া যাবে ?


এখানে রয়েছে সাত লেভেল পর্যন্ত রেফার কমিশন পাওয়ার সুযোগ তবে প্রথম লেভেলে রেফার কমিশন 100% পাওয়া যাবে বলে কোম্পানিটি জানিয়েছে ।


বাংলাদেশ থেকে কি পেমেন্ট নেওয়া যাবে ?


জা লাইফস্টাইল যেহেতু ইন্টারন্যাশনাল একটি ইনকাম সাইট অতএব যে যে দেশ থেকে কাজ করা যাবে সেই সব দেশ থেকে পেমেন্ট নেওয়া যাবে জা লাইফস্টাইল থেকে । তবে এখনো সরাসরি বিকাশ নগদ এর মাধ্যমে পেমেন্ট নেওয়ার কোনো অপশন চালু হয় নাই তবে কোম্পানি বলছে কিছুদিনের মধ্যে চালু করে দেবে । ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয় ভিতরে উল্লেখযোগ্য রয়েছে ভিসা কার্ড মাস্টার কার্ড ব্যাংক টেনাসফার এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সহ


একাউন্ট খোলার নিয়ম কি ?


জা লাইফস্টাইল এ অ্যাকাউন্ট খোলা খুবই সহজ বিষয় নিজে নিজে একাউন্ট খুলতে হলে অবশ্যই কারো না কারো রেফার লিংক প্রয়োজন হবে অর্থাৎ রেফার লিংক অবশ্যই থাকতে হবে । যে কারো রেফার লিংকেরমাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন নিজে নিজে তারপরও যদি কোন সমস্যা হয় ইউটিউব থেকে টিটোরিয়াল দেখে নিলে আরও সুবিধা হবে একাউন্ট খোলার জন্য ।






Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads