Ads

 ফ্রিল্যান্সার টিভি প্র চ্যানেল যাত্রা শুরু করে 2018 সালের শেষের দিকে যে কোন জিনিসেরই শুরুর দিকে আসলে অনেক ঝামেলা পোহাতে হয় বা শুরুর দিকে অনেক সমস্যা সম্মুখীন হয়ে সামনে এগিয়ে যেতে হয় । আর সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অনেক সময় ব্যর্থ হয় অনেক সময় সফলতার মুখ দেখা যায় । ফ্রিল্যান্সার টিভি প্র চ্যানেল টি যদিও অনেক কষ্টের পরে সফলতা পেয়েছেন । ফ্রিল্যান্সার টিভি চ্যানেলটির মত আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন ভাবতাছেন বা ইউটিউবে ছোটখাটো ইউটিউব চ্যানেল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন 

তারা কিভাবে ইউটিউব এ পপুলার হবেন বা ভাইরাল করবেন আপনার চ্যানেলের ভিডিও গুলো বা ইউটিউব চ্যানেলটি এই সম্পর্কে আপনাদের কিছু টিপস্ এন্ড ট্রিকস্ দেওয়ার চেষ্টা করবো যেগুলো কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একসময় পপুলার ইউটিউবার ।


Freelancer tv Pro ইউটিউব চ্যানেলের ইনকাম ও ভাইরাল হওয়ার গল্প



ফ্রিল্যান্সার টিভি প্র চ্যানেলটি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করে ?


ফ্রিল্যান্সার টিভি চ্যানেলটি মূলত অনলাইন আর্নিং রিলেটিভ টিউটোরিয়াল ধারাবাহিক ভাবে দিয়ে যাচ্ছে । । বলতে গেলে বলা যায় এই চ্যানেলে ইউটিউবে কিভাবে ইনকাম করা যায় ফেসবুকে কিভাবে ইনকাম করা যায় বা বিভিন্ন ভাবে কিভাবে ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করা যায় এই নিয়ে নিয়মিত টিটোরিয়াল দেওয়া হয়ে থাকে যেগুলো দেখে সাধারন মানুষ অনেক উপকৃত হচ্ছেন ।


আমি কি একই ক্যাটাগরি নিয়ে কাজ করলে ইনকাম করতে পারব ?


ইউটিউব এমন একটা জগত এখানে আসলে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে তবে আপনার শখ যদি ফ্রিল্যান্সার টিভি চ্যানেলের সাথে মিলে যায় । তাহলেই কেবল আপনি সেম ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন কারন যে বিষয়ে আপনার ভাললাগা রয়েছে ওই বিষয়ে আপনি কেবল ভালো কিছু করার সম্ভাবনা বেশি পাবেন । এজন্য বলব ইউটিউব শুরু করার আগে অবশ্যই নিজের মনকে জিজ্ঞেস করুন আপনার মন কোন বিষয়ের উপরে পারদর্শী ঠিক ওই বিষয়ই কাজ শুরু করতে পারেন ।


ফ্রিল্যান্সার টিভি প্র কোন দেশি চ্যানেল ?


ফ্রিল্যান্সার টিভি প্র চ্যানেলটি সম্পূর্ণ বাংলাদেশ থেকে পরিচালিত হয়ে থাকে যদিও সারা বিশ্বজুড়ে যত বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন সকলের প্রিয় চ্যানেল এটি ।


নতুন চ্যানেল খুলে কি ইনকাম করতে পারব ?


ইউটিউবে আসলেই যদি আমরা এই ধরনের চিন্তা করি যে শুরু থেকেই টাকা ইনকাম করতে পারব কিনা বা টাকা ইনকাম করতে চাই তাহলে কখন ইউটিউব থেকে সফল হওয়া সম্ভব না । হ্যাঁ টাকা আসবে যখন আপনার ইউটিউব চ্যানেলটি একটা পর্যায়ে চলে যাবে অটোমেটিকলি তখন টাকা চলে আসবে চ্যানেল খোলার শুরুতেই এটা কখনও ভাবা যাবে না যে আমি চ্যানেল খুলে টাকা ইনকাম করব । 



নতুন চ্যানেল কে কিভাবে ভাইরাল করবো ?


ইউটিউবে পপুলার হতে চাইলে বা ইউটিউব থেকে আল্লায় দিলে লাইফ টাইম ইনকাম করতে চাইলে সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা হল ধৈর্য ও কাজের দক্ষতা কাজের দক্ষতা দিয়ে যত বেশি ধারাবাহিক ভিডিও আপলোড করতে পারবেন তত বেশি ইউটিউবে সফলতা সম্ভাবনা তৈরি হয়ে যাবে । কারণ ইউটিউবে অ্যাক্টিভ না থাকলে কখোনই ইউটিউব চ্যানেল বড় করা সম্ভব না । এইজন্য বলব যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই যেই নিস নিয়ে কাজ শুরু করবেন সে বিষয়ে প্রতিদিন কিংবা একদিন পরপর ভিডিও আপলোড করবেন তাহলেই কেবল  6 মাস বা একবছরের ভিতরে যে কোন সময় আপনার ইউটিউব চ্যানেলটি দেখবেন আস্তে আস্তে করে ভাইরাল হয়ে যাবে । ফ্রিল্যান্সার টিভি প্র চ্যানেলটি যখন যাত্রা শুরু করে তখন এই চ্যানেলের ভিউ হতো প্রতিদিন 5 থেকে 10 টা সাবস্ক্রাইবার কোনদিন আজতো কোনদিন আসতো না ধারাবাহিক ভিডিও দেওয়ার কারণে আস্তে আস্তে করে চ্যানেলটির কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে আজকে এই চ্যানেলটির এত সফলতা অর্জন করা সম্ভব হয়েছে ।


কিভাবে ভিডিও ভাইরাল করবো ?


নিজে নিজে ভিডিও ভাইরাল করার কোন জাদুকরি উপায় নেই তবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে থাকলে একের পর এক একটা সময়ে যেকোন একটা বা দুইটা ভিডিও ভাইরাল অটোমেটিকলি হয়ে যাবে বা ইউটিউব এর অ্যালগরিদম ভাইরাল করে দিবে তখনই কেবল ভিডিও ভাইরাল হওয়া সম্ভব ।


কিভাবে আমি ইউটিউব শিখতে পারি ?


বর্তমান যুগে এই ধরনের প্রশ্ন করাটা অনেকটা 
 বোকামি কারণ হচ্ছে ইন্টারনেটের এই যুগে ঘরে বসেই আসলে অনেক কিছুই করা সম্ভব । ইউটিউবিং কিভাবে করতে হয় এটা জানার জন্য youtube-এ গিয়ে সার্চ করলেই অনেক টিউটোরিয়াল পাওয়া যায় । এবং গুগলে গিয়ে যদি সার্চ করা হয় কিভাবে ইউটিউবিং শুরু করব তাহলেও অনেক আর্টিকেল পাওয়া যাবে যেগুলো থেকে অনেক জ্ঞান অর্জন করে তারপরে কাজে লাগানো যায় কারণ আমি কিন্তু এভাবেই করে আজকের এই অবস্থানে চলে এসেছি ।


ইউটিউব থেকে ইনকাম করতে কি কোন কণ্ডিশন লাগে ?


অনেকে বলে থাকেন 2016 17 সালের দিকে ইউটিউবে ইনকাম করতে তেমন একটা কষ্ট করতে হত না ভিডিও বানিয়ে সাথে সাথে ইনকাম করা যেত । কিন্তু এখন সেটা সম্ভব না কারণ ইউটিউব এর বর্তমান রুলস অনুযায়ী একটি ইউটিউব চ্যানেল কে মনিটাইজেশন পাওয়ার জন্য কমপক্ষে 4000 ঘন্টা ও 1000 সাবস্ক্রাইবার এক বছরের ভিতর অর্জন করতে হবে তাহলেই কেবল মনিটাইজেশনের জন্য আবেদন করা যাবে ।


ইউটিউব থেকে টাকা কিভাবে উঠাবো ?


একটা সময় ছিল সরাসরি বাংলাদেশ থেকে মনিটাইজেশন অন করা যেত না । এখন অবশ্য এরকম কোন সমস্যা নেই সরাসরি বাংলাদেশ লোকেশন সিলেট করে মনিটাইজেশন অন করা যাচ্ছে । যখনই মনিটাইজেশন চালু হয়ে যাবে ইউটিউব চ্যানেলে এবং সেই অ্যাডসেন্সে যখন 10 ডলার বা তার বেশি ইনকাম হয়ে যাবে ঠিক তখনই ইউটিউব থেকে ঠিকানা অনুযায়ী একটি পিন ভেরিফিকেশন চিঠি পাঠিয়ে দেবে । যখনই সেই চিঠি থেকে পিন ভেরিফিকেশন করা হবে ঠিক তারপরে যে কোন ব্যাংক একাউন্ট এড করে দিতে হবে এরপর যখনই 100 ডলার কিংবা তারও বেশি ইনকাম হয়ে যাবে মাসের 21 থেকে 22 তারিখের ভিতরে সরাসরি ব্যাংকে পাঠিয়ে দিবে ইউটিউব কর্তৃপক্ষ ।


ফ্রিল্যান্সার টিভি প্র চ্যানেলটি মাসে কত টাকা আয় করে ?


এই চ্যানেলটি বর্তমানে প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম করতে আসছে 100 ডলার বা কোন মাসে তার কিছু বেশি ।

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads

Ads