ফেসবুক সব সময় নতুন নতুন কিছু নিয়ে হাজির হতে চেষ্টা করে সবার মাঝে জাতে করে সকলে ইনকাম করতে পারে । তার মানে এই না যে ফেসবুক লাভ করতে চায় না তাদের লাভটাই কিন্তু আগে । যাইহোক এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হল প্রতিযোগিতা মৌলভীবাজার দখল করা অর্থাৎ যেহেতু ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে গুগল অ্যাপেল এই ধরনের বড় বড় কোম্পানি গুলো অতএব তাদের সাথে প্রতিযোগিতা করে মার্কেটে যদি টিকে থাকতে হয় তাহলে নতুন নতুন প্রজেক্ট আনার আসলে কোন বকল্প নেই ।
গুগল যেমন চালু করে রেখেছেন ব্লগার ওয়েবসাইট নামে যেখান থেকে যে কেউ চাইলে গুগলের শর্তাবলী মেনে কাজ করলেই ইনকাম পাওয়া যায় ।
ফেসবুকও চাচ্ছে গুগোল কে টেক্কা দিয়ে নিজেদের জায়গাটাকে পোক্ত করার জন্য এই জন্যই তারা ফেসবুক বুলেটিং নামে একটি নতুন ওয়েবসাইট নিয়ে আসতে চলেছে যেখানে যে কেউ চাইলে লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবে ।
ফেসবুকের বুলেটিং ওয়েবসাইটে কি সবাই লেখালেখি করে ইনকাম করতে পারবে ?
যদিও গুগোল ব্লগারে মাধ্যমে ফ্রিতেই লেখালেখি করে ইনকাম করা যায় । ওয়েবসাইটের কথা আসলেই কিন্তু এটা মাথায় রাখতে হবে যতই ফ্রিতে বলুক না কেন কোম্পানি ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করা যায় । তারপরও কিছু টাকা আসলে খরচ করতে হয় । গুগোল কিংবা ফেসবুক হয়তবা তারা হোস্টিং ফ্রিতে দিবে কিন্তু ডোমেইন কিন্তু তারা ফ্রিতে দেয়না ডোমেইন ঠিকই কিনে নিতে হয় । আর মাস্টার ডমিন না হলে কিন্তু ওয়েবসাইট বড় হতে অনেক সমস্যা হয় । এবং সাথে একটি প্রিমিয়াম থিম হলে ওয়েবসাইটের জন্য খুবই ভালো হয় । তো এই বিষয়গুলো আসলে মাথায় রেখে কাজ করতে হবে । ফেসবুক বলছেন তাদের এখানে দুইটা বাসন থাকবে অতএব ফ্রিতে যারা কাজ করতে চাইবে তারা করতে পারবে প্লাস যারা প্রিমিয়াম ভাষণে কাজ করতে চাইবে তারাও কাজ করতে পারবে । তবে ফ্রী ভার্শন এ কোন কোন সুবিধা তারা প্রদান করবেন এবং পেট ভাষণে কি কি সুবিধা তারা প্রদান করবেন এই বিষয়ে এখনও তারা কিছু জানাননি । যেহেতু সার্ভিসটি তারা নতুন মার্কেটে নিয়ে আসতেছে অতএব একটু সময় তো ব্যয় করতেই হবে সবগুলো ফিউচার পাওয়ার জন্য ।
ফেসবুক বুলেটিং ওয়েবসাইটের নিউজটি কি সত্য ?
গত 29 শে জুন 2021 তারিখ মঙ্গলবার রাত বারোটার দিকে ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ অডিও বার্তার মাধ্যমে এসব তথ্য জানান গণমাধ্যমকে ।
ফেসবুক বুলেটিং ওয়েবসাইটে এখন কোন পর্যায়ে রয়েছে ?
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে ফেসবুক বুলেটিং ওয়েবসাইটটি যেহেতু নতুন তারা চালু করতে যাচ্ছে সেওতো কিছু কিছু লেখকের তারা নিয়োগ দিয়েছেন ওয়েবসাইটটিতে কাজ করার জন্য । তারা এখন পরীক্ষামূলকভাবে কাজ করতাছেন । তবে যেহেতু ফেইসবুক মারকেটপ্লেস বলে কথা তো বুঝতেই পারতেছেন এটি বড় হতে তেমন একটা সময় লাগবে না । যখন সবাই জানতে পারবেন এখানে লেখালেখি করে ইউজ পরিমাণ টাকা ইনকাম করা যায় তখন কিন্তু অনেকেই এখানে কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়বেন তখনই এটি গুগল ব্লগার মতো কিংবা ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের মতো জনপ্রিয় হয়ে উঠবে ।
বুলেটিন ওয়েবসাইটটির সম্পর্কে মার্ক জুকারবার্গ এর মন্তব্য জানতে চাই ?
ফেসবুকের বুলেটিং ওয়েবসাইট সম্পর্কে ফেসবুকের কর্ণধার বলেন আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সৃজনশীল কাজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান গড়ে তোলা । ফেসবুকের কর্ণধার আরো জানান লেখকরা লেখালেখি করে যে অর্থ আয় করবেন পুরোটাই তারা রাখতে পারবেন ।
এটি অবশ্য একটি ভালো দিক তবে এটি আমার মনে হয় না পরবর্তীতে থাকবে কারণ কেউ চায় না বিনা লাভে তুলার পযাও বহন করতে । এখন যেহেতু ওয়েবসাইটটি নতুন জনপ্রিয়তা লাভ করার জন্য কাজের অর্থ পুরোটাই লেখকদের দিয়ে দিচ্ছেন তবে পরবর্তীতে হয়তোবা এটা ফিফটি পারছেন ভাগ হয়ে যাবে । ফেসবুক আরো জানান ফেসবুক বুলেটিন ওয়েবসাইটের জন্য নতুন নতুন অনেক ফিউচার আনার জন্য কাজ করে যাচ্ছে ফেসবুক টিম
ফেসবুকের বুলেটিং ওয়েবসাইটটি কি অন্য ওয়েবসাইটের মতই হবে ?
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে ফেসবুক বুলেটিং ওয়েবসাইটটির নিউজ লেটার অপশনটি রয়েছে ওখানে সাবস্ক্রাইব অপশন থাকবে যেখানে সাবস্ক্রাইব করে চাইলে যে কেউ পরবর্তীতে ওই নিউজ গুলো পড়ে নিতে পারবে । এছাড়া বাকি যে ফিউচার গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ফেসবুক এখনো কিছু জানাননি ।
ফেসবুক বুলেটিং ওয়েবসাইটে কি বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে কাজ করা যাবে ?
পূর্বের দিকে তাকালে দেখা যায় যখনই কোন নতুন ফিউচার গুগল বা ফেসবুক কিংবা বড় বড় কোম্পানি হোক তারা নতুন প্রজেক্ট গুলো যখন মার্কেটে আনার কথা ভাবেন তখন তারা উন্নত দেশগুলোতে প্রথমে পরীক্ষামূলকভাবে চালু করে থাকে সাধারণত পরে আস্তে আস্তে করে বিভিন্ন দেশে এগুলো ছড়িয়ে দেয় । তবে বলা যায় যখন ইন্ডিয়াতে চালু হয়ে যাবে তখন হয়তোবা কিছুদিন পর বা একসাথে বাংলাদেশে চালু হয়ে যাবে । যদিও এখন পর্যন্ত ফেসবুক থেকে জানানো হয়নি কোন কোন দেশগুলোতে তারা এই সার্ভিসটি প্রথমে চালু করতে যাচ্ছে ।
বাংলাদেশের চালু হলে আমাদের জন্য ভালো হবে
উত্তরমুছুনArshad
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন